logo
খবর

ফারুকের বিদায়, ক্রিকেটের নতুন ‘বস’ আমিনুল

প্রতিবেদক, বিডিজেন৩০ মে ২০২৫
Copied!
ফারুকের বিদায়, ক্রিকেটের নতুন ‘বস’ আমিনুল
বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম

ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছিল বুধবার রাত থেকেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ডেকে পাঠিয়েছিলেন ফারুককে। তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকার তাঁকে আর বিসিবি সভাপতি হিসেবে দেখতে চাচ্ছে না। ফারুক অবশ্য নিজে থেকে পদত্যাগ না করারই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বৃহস্পতিবার দুপুরে বিসিবির ৮ পরিচালকের অনাস্থার চিঠি আর রাতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন বাতিল করলে চূড়ান্ত বিদায় ঘণ্টা বেজেই যায় ফারুকের। বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

শুক্রবার বিকেলে বিসিবির নির্বাহী কমিটির এক সভায় আমিনুলকে সভাপতি নির্বাচন করা হয়। এর আগে এনএসসি ফারুকের শূন্যপদে আমিনুলকে পরিচালক হিসেবে মনোনায়ন দেয়। সভা শেষে আমিনুলের বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের অন্যতম নির্বাহী পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সভায় বোর্ডের অন্য দুই পরিচালক নাজমূল আবেদীন ফাহিম ও ফাহিম সিনহাকে সহ সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আমিনুলের নেতৃত্বে ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেছিল। দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ানও তিনি। ২০০০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন আমিনুল। ১৯৮৮ সালে জাতীয় দলে অভিষেকের পর খেলেছেন ২০০২ পর্যন্ত। এরপর কোচিংকে পেশা হিসেবে নেন, থিতু হন অস্ট্রেলিয়ায়।

ক্রিকেটকে বিদায় জানানোর পর বেশিরভাগ সময়ই বিদেশে কাজ করেছেন আমিনুল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও এশিয়ার ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। বিসিবিতে আসার আগপর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া আইসিসির হাইপারফরম্যান্স কার্যক্রম এবং ট্রেনিং এডুকেশনেরও প্রধান তিনি। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আগামী মাসে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিদেশে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের সর্বশেষ ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান। এনএসসির মনোনায়নে বোর্ডে পরিচালক হিসেবে ঢোকেন ফারুক আহমেদ ও নাজমূল আবেদীন ফাহিম। এই দুজনের মধ্যে ফারুককে বিসিবির সভাপতি নির্বাচিত করেন বোর্ড পরিচালকেরা। ৯ মাসের মাথায় সেই ফারুককেই বিদায় নিতে হলো।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

৪২ মিনিট আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

১ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১ দিন আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে