logo
খবর

ঋতুপর্নাদের যে ড্র জয়ের সমান

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

প্রতিবেদক, বিডিজেন০৪ জুন ২০২৫
Copied!
ঋতুপর্নাদের যে ড্র জয়ের সমান
জর্ডানের বিপক্ষে ড্র, জয়ের মতোই আনন্দের

টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এশিয়ার মঞ্চে নিজেদের মেলে ধরার যে লক্ষ্য বাংলাদেশের নারী ফুটবল দলের সামনে, সে লক্ষ্যের প্রথম ধাপে পা রাখার বার্তাটা খুব ভালোভাবেই দিয়ে রাখলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আফঈদা খন্দকাররা। জর্ডানে ৩ জাতি ফুটবল সিরিজে আজ শক্তিশালী স্বাগতিকদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। ২০২১ সালে এই জর্ডানের কাছেই ৫-০ গোলে হার দেখেছিলেন মেয়েরা। এই সিরিজের প্রথম ম্যাচে ৩১ মে শক্তি-সামর্থ্যে অনেকটাই এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকেও রুখে দেওয়ার কৃতিত্ব দেখিয়েছে নারী ফুটবল দল।

মঙ্গলবার (৩ জুন) আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে দুবার পিছিয়ে পড়েছিল বাংলাদেশ দল। দারুণ লড়াকু ফুটবল খেলে শেষ পর্যন্ত নারী ফুটবল দল আদায় করে নিয়েছে জয়ের সমান একটা ড্র।

ইংলিশ কোচ জেমস পিটার বাটলার শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দলের সঙ্গে ম্যাচ খেলার নীতিতে বিশ্বাসী। ২০২৪ সালে তিনি দায়িত্ব নেওয়ার পরই চীনা তাইপের সঙ্গে সামর্থ্যের পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচে চীনা তাইপের কাছে হারলেও নিজেদের অবস্থান যাচাই করে নেওয়া গিয়েছিল। জুলাইয়ে ভুটানের মাটিতে প্রতিকূল কন্ডিশনে ২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় ছিনিয়ে এনে অক্টোবরেই নেপালের কাঠমান্ডুতে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে মেয়েরা।

এরপর অবশ্য সময়টা ঝঞ্ঝা-বিক্ষুব্ধই কেটেছে নারী দলের। অক্টোবরের সাফেই কোচ বাটলারের বিরুদ্ধে অসন্তোষ দেখা দিয়েছিল দলের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে। জানুয়ারিতে সেই অসন্তোষের জেরে ইংলিশ কোচের বিরুদ্ধে বিদ্রোহই করে বসেন ১৮ জন ফুটবলার। সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তাররা ছিলেন বিদ্রোহের পুরোভাগে। বাটলার অবশ্য কোনো ছাড় দেননি। ফেডারেশনও পেছনে দাঁড়িয়েছিল কোচের।

ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচে নতুন চেহারার দল নিয়ে খেলা বাটলার এবার জর্ডানে বিদ্রোহী খেলোয়াড়দের মধ্যে ৯ জনকে ফিরিয়েছেন। বাদ পড়েছেন সাবিনা, সানজিদা, মাসুরারা। নিজের মতো করে দল সাজিয়েই বাটলার আবারও করলেন বাজিমাত।

মঙ্গলবার জর্ডানের বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে ৪৩ মিনিটে স্কোরলাইন ১-১ করে ফেলেন শামসুন্নাহার জুনিয়র। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ফিফার তালিকায় ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডান আবারও ২-১ গোলে এগিয়ে যায়। ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপা আবারও সমতায় ফেরান দলকে। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

আরও দেখুন

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

২০ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইতালি যাওয়ার পথে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি তিউনিশিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে গেলে ৮ বাংলাদেশি নাগরিক মারা যান। তারা হলেন সজল বৈরাগী, মামুন শেখ, নয়ন বিশ্বাস, কাজী সজিব, কায়সার খলিফা, মো. রিফাত শেখ, রাসেল শেখ এবং ইমরুল কায়েস আপন।

২ দিন আগে

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

সৌদি আরবসহ তিন দেশের ভিসা যাচাই করে দিচ্ছে ‘আমি প্রবাসী’ অ্যাপ

মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া এবং নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাচ্ছে।

৩ দিন আগে