
বিডিজেন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে কবির হোসেন নামের এক বিএনপি কর্মীকে গুলি করার পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের পূর্ব জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
নিহত কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) আলাইপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। তিনি স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় ফেরেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যান। ইমামের পেছনে জুমার ফরজ নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশে বের হয়ে যান। এ সময় মুখোশ পরা ৫-৬ জন ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে কবির মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার বাঁ পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
কবিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল বলে জানান স্থানীয়রা। তবে পুলিশ ও তার স্বজনেরা এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ্-আল-ফারুক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারব।’

নোয়াখালীর বেগমগঞ্জে কবির হোসেন নামের এক বিএনপি কর্মীকে গুলি করার পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সুজায়েতপুর গ্রামের পূর্ব জামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
নিহত কবির হোসেন ওরফে ছালি কবির (৩৫) আলাইপুর ইউনিয়নের সুজায়েতপুর গ্রামের মৃত নুরনবীর ছেলে। তিনি স্থানীয় বিএনপির ওয়ার্ড পর্যায়ের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় ফেরেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে তিনি বাড়ির পাশের মসজিদে জুমার নামাজ পড়তে যান। ইমামের পেছনে জুমার ফরজ নামাজ আদায় করেই তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশে বের হয়ে যান। এ সময় মুখোশ পরা ৫-৬ জন ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে কবির মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার বাঁ পায়ের রগ ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
কবিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল বলে জানান স্থানীয়রা। তবে পুলিশ ও তার স্বজনেরা এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ্-আল-ফারুক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারব।’
বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।
শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।