logo
খবর

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যুর ঘটনায় ১ জন আটক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ জুলাই ২০২৫
Copied!
স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যুর ঘটনায় ১ জন আটক
সৌদিপ্রবাসী মনির হোসেন তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকায় এসেছিলেন, মগবাজারের একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। অসুস্থ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মগবাজারের একটি আবাসিক হোটেলে স্ত্রী ও সন্তানসহ প্রবাসীর মৃত্যুর ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আটক রফিকুল ইসলাম মারা যাওয়া সৌদিপ্রবাসী মনির হোসেনের কেরানীগঞ্জের পাঁচতলা ভবনের তত্ত্বাবধায়ক।

খবর প্রথম আলোর।

পুলিশের ভাষ্য, খাবারের বিষক্রিয়ায় আধা ঘণ্টার মধ্যে ৩ জনের মারা যাওয়ার কথা নয়। প্রাথমিক তদন্তে তাদের কাছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। রফিকুল বাইরে থেকে আনা খাবারের মধ্যে কোনো কিছু মিশিয়ে দিয়েছিলেন কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

সৌদিপ্রবাসী মনির হোসেন ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার প্রতিবন্ধী ছেলে নাঈম হোসেনের চিকিৎসার জন্য গত শনিবার (২৮ জুন) গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন। ওই দিন বিকেলে মগবাজারের ‘সুইট স্লিপে’ উঠেছিলেন তাঁরা। রাতে পাশের একটি রেস্তোরাঁ থেকে তাঁদের খাবার এনে দেন মনির হোসেনের কেরানীগঞ্জের বাড়ির তত্ত্বাবধায়ক রফিকুল। অসুস্থ হয়ে পরদিন রোববার দুপুরে ৩ জনের মৃত্যু হয়।

এ ঘটনায় রোববারই রফিকুল ইসলামকে আটক করে রমনা থানা পুলিশ। তদন্ত–সংশ্লিষ্ট সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে রফিকুল ওই আবাসিক হোটেলের পাশের একটি দোকান থেকে ৩ জনের জন্য খাবার এনেছিলেন বলে জানান। ওই রেস্তোরাঁর খাবার খেয়ে আগে–পরে কেউ অসুস্থ হয়েছেন কি না, সেটার খোঁজ নেওয়া হয়েছে। কেউ এ ধরনের অভিযোগ নিয়ে থানায় আসেনি।

জিজ্ঞাসাবাদে রফিকুলের কথাবার্তা সন্দেহজনক মনে হচ্ছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, মারা যাওয়া মনির হোসেনের এক ভাই ইতালি থেকে দেশে এসেছেন। তিনি বাদী হয়ে মামলা করবেন। মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হবে।

পুলিশের পাশাপাশি ঘটনাটির ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংশ্লিষ্ট ডিবির একজন কর্মকর্তা আজ সোমবার প্রথম আলোকে বলেন, তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। খাবারের বিষক্রিয়া হলেও আধা ঘণ্টার মধ্যে এভাবে ৩ জন মারা যাওয়ার কথা নয়।

মগবাজারের ওই আবাসিক হোটেলের একাধিক কর্মকর্তা-কর্মচারী আজ প্রথম আলোকে জানান, পুলিশ হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে। ঘটনার দিন রাত ও সকালে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ওই হোটেলের সহকারী ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম এ ঘটনা সম্পর্কে প্রথম আলোকে জানান, শনিবার বিকেলে মনির হোসেন তাঁর প্রতিবন্ধী ছেলে ও স্ত্রীকে নিয়ে হোটেলে আসেন। এ সময় রফিকুল ইসলাম তাঁর জাতীয় পরিচয়পত্র দিয়ে তাঁদেরকে হোটেলকক্ষ ভাড়া করে দেন। হোটেলের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, সন্ধ্যার দিকে একটি ব্যাগে করে খাবার নিয়ে আসেন রফিকুল। পরে তিনি চলে যান। রাত ৮টার দিকে মনির হোসেন নিচে নামেন। পরে পানি নিয়ে ওপরে উঠে যান মনির।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, মনির হোসেন ও তাঁর স্ত্রী–সন্তানেরা অসুস্থ হলেও হোটেলের কাউকে কিছু জানাননি। রোববার বেলা ১১টার দিকে রফিকুল তাঁর মেয়েকে নিয়ে হোটেলে আসেন। তিনি প্রথমে স্বপ্না আক্তারকে ধরে পাশের আদ–দ্বীন হাসপাতালে নিয়ে যান। এর প্রায় আধা ঘণ্টা পরে এসে মনিরকে একই হাসপাতালে নিয়ে যান। কক্ষে রফিকুলের মেয়ের চিৎকার শুনে হোটেলের কর্মচারীরা অচেতন অবস্থায় এই দম্পতির ছেলে নাঈমকে হাসপাতালে নিয়ে যান। পরে তিনজনেরই মৃত্যু হয়।

আজ ঢাকা মেডিকেল কলেজে এই ৩ জনের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। বিকেলে তাঁদের স্বজনেরা মরদেহ নিয়ে যান।

ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক জাকিয়া তাসনিম প্রথম আলোকে বলেন, পুলিশের সন্দেহ ও চাহিদা অনুযায়ী তাঁদের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ থেকে ভিসেরা, ব্লাডসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। আলামতগুলো প্যাথলজিক্যাল ও কেমিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

৪৩ মিনিট আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

১ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১ দিন আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে