logo
খবর

‘দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই বিডিপিএফের লক্ষ্য'

প্রতিবেদক, বিডিজেন২১ ডিসেম্বর ২০২৫
Copied!
‘দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই বিডিপিএফের লক্ষ্য'
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা। ছবি: বিডিজেন

সততা, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতাকে ভিত্তি করে দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের (বিডিপিএফ) অবদান রাখাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ রোববার (২১ ডিসেম্বর) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব তথ্য তুলে ধরেন।

তারা জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি পিএইচডি ডিগ্রিধারীদের গবেষণালব্ধ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতাকে দেশের টেকসই উন্নয়নে যুক্ত করতেই সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও জ্ঞানভিত্তিক সংগঠন। কোনো ব্যক্তিগত লাভ, রাজনৈতিক উদ্দেশ্য বা গোষ্ঠীগত স্বার্থের সঙ্গে সংগঠনটির কোনো সম্পৃক্ততা নেই। সততা, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতাকে ভিত্তি করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই বিডিপিএফের মূল লক্ষ্য।

তারা জানান, বিশ্বের যেখানেই অবস্থান করুন না কেন, বাংলাদেশি পিএইচডি ডিগ্রিধারীরা যেন তাদের জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন, সে লক্ষ্যেই বিডিপিএফ কাজ করছে। ‘Our contributions to a better tomorrow’ স্লোগান ধারণ করে ২০১৪ সাল থেকে একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনের সদস্য সচিব ড. আতিকুর রহমান বলেন, "শিক্ষা সমাজ ও রাষ্ট্রের টেকসই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলেও কেবল ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, সেই জ্ঞানকে বাস্তব উন্নয়নের সঙ্গে যুক্ত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য সামনে রেখেই বিডিপিএফ গবেষণা ও প্রশিক্ষণভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।"

তিনি আরও বলেন, "অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত করে জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে দেশের শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা বৈশ্বিক অভিজ্ঞতা ও নতুন ধারণার সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।"

সংবাদ সম্মেলনে বিডিপিএফের সদস্য ড. মো. আব্দুল হাই বলেন, "সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে নীতি–পরামর্শ, গবেষণা সহায়তা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে বিডিপিএফ। শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, নীতি প্রণয়ন ও মূল্যায়নসহ বিভিন্ন খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করছে।"

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।

৩৮ মিনিট আগে

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

আমেরিকার অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।

১ ঘণ্টা আগে

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দীকে ক্ষমা

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদ্‌যাপনের অংশ হিসেবে দেশটির শাসকেরা এ ক্ষমার ঘোষণা দেন। এ সময় বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও ক্ষমার আওতায় আনা হয়। প্রতি বছর জাতীয় দিবস ও ঈদসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকেরা দণ্ডপ্রাপ্তদের রাজকীয় ক্ষমা দিয়ে থাকেন।

১ দিন আগে

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের ‘বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

১ দিন আগে