
বিডিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা রুটে ভ্রমণে বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ।
তবে শর্ত হিসেবে সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত শুধু সুনির্দিষ্ট তারিখের মধ্যেই এই ভাড়ায় যাতায়াত করা যাবে। আর টিকিট ক্রয় করতে হবে ৬ অক্টোবরের মধ্যে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজ এ ঘোষণা দিয়ে জানায়, আকাশপথের যাত্রাকে আরও সুখকর করতে শরৎকালের সেরা অফার নিয়ে এসেছে তারা। তবে শুধু কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেই এই টিকিট কাটা যাবে।
সংস্থাটি আরও জানায়, বিশেষ ভাড়ায় জর্ডানের আম্মানে ১ লাখ ৩২ হাজার ৫৪৩ টাকা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১ লাখ ২৬ হাজার ৫৯৫ টাকা, লস অ্যাঞ্জেলসে ১ লাখ ৫৯ হাজার টাকা, যুক্তরাজ্যের লন্ডনে ১ লাখ ২৫ হাজার ৪৯৯ টাকা, ইতালির রোমে ১ লাখ ১০ হাজার ৬৫১ টাকা, কুয়েতে ১ লাখ ২৪ হাজার ৭৫৬ টাকা, তুরস্কের ইস্তাম্বুলে ৯৪ হাজার ৩১৪ টাকা, ফ্রান্সের প্যারিসে ১ লাখ ৪ হাজার টাকা ও স্পেনের মাদ্রিদে ১ লাখ ৩৭ হাজার টাকায় যাওয়া–আসার (রির্টান) টিকিট পাওয়া যাবে।
এদিকে ছাড় দিলেও এরসঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ।
সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন উৎসবসহ ব্ল্যাকআউটের দিনগুলোতে অফারের টিকিট পাওয়া যাবে না।
এ ছাড়া, শিশু ও নবজাতকের ভাড়ার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।
সূত্র: কাতার ওয়ারওয়েজ

মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা রুটে ভ্রমণে বিশেষ ভাড়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান সংস্থা কাতার এয়ারওয়েজ।
তবে শর্ত হিসেবে সংস্থাটি জানিয়েছে, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত শুধু সুনির্দিষ্ট তারিখের মধ্যেই এই ভাড়ায় যাতায়াত করা যাবে। আর টিকিট ক্রয় করতে হবে ৬ অক্টোবরের মধ্যে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) কাতার এয়ারওয়েজ এ ঘোষণা দিয়ে জানায়, আকাশপথের যাত্রাকে আরও সুখকর করতে শরৎকালের সেরা অফার নিয়ে এসেছে তারা। তবে শুধু কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেই এই টিকিট কাটা যাবে।
সংস্থাটি আরও জানায়, বিশেষ ভাড়ায় জর্ডানের আম্মানে ১ লাখ ৩২ হাজার ৫৪৩ টাকা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১ লাখ ২৬ হাজার ৫৯৫ টাকা, লস অ্যাঞ্জেলসে ১ লাখ ৫৯ হাজার টাকা, যুক্তরাজ্যের লন্ডনে ১ লাখ ২৫ হাজার ৪৯৯ টাকা, ইতালির রোমে ১ লাখ ১০ হাজার ৬৫১ টাকা, কুয়েতে ১ লাখ ২৪ হাজার ৭৫৬ টাকা, তুরস্কের ইস্তাম্বুলে ৯৪ হাজার ৩১৪ টাকা, ফ্রান্সের প্যারিসে ১ লাখ ৪ হাজার টাকা ও স্পেনের মাদ্রিদে ১ লাখ ৩৭ হাজার টাকায় যাওয়া–আসার (রির্টান) টিকিট পাওয়া যাবে।
এদিকে ছাড় দিলেও এরসঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছে কাতার এয়ারওয়েজ।
সংস্থাটি জানিয়েছে, বিভিন্ন উৎসবসহ ব্ল্যাকআউটের দিনগুলোতে অফারের টিকিট পাওয়া যাবে না।
এ ছাড়া, শিশু ও নবজাতকের ভাড়ার ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।
সূত্র: কাতার ওয়ারওয়েজ
বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, “যেসব পোস্টাল ব্যালট বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকার আসছে—বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে—কোথাও কোথাও জব্দ করা হচ্ছে।…প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে।
শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বকচর বিওপির একটি টহলদল বকচর সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। এ সময় পাচারকারী শাহিন আলীসহ চারজনকে আটক করা হয়।
রিজওয়ানা হাসান বলেন, অভিবাসী ভিসা স্থগিতের ব্যাপারে আমেরিকা কতগুলো কারণ দিয়েছে। সেই কারণগুলোর পরিপ্রেক্ষিতে এটা গতকালই মাত্র এসেছে। কাজেই আমরা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যারা আছেন, তারা এটা নিয়ে একটা কর্মকৌশল বের করবেন; আমেরিকাকে যুক্ত করবেন।