logo
খবর

ওবায়দুল কাদেরের বোনজামাইকে কুপিয়ে জখম

প্রতিবেদক, বিডিজেন০৫ অক্টোবর ২০২৪
Copied!
ওবায়দুল কাদেরের বোনজামাইকে কুপিয়ে জখম
কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বোনজামাইকে কুপিয়ে জখম করা হয়েছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বোনজামাইয়ের ওপর হামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ হামলা হয়।

শুক্রবার বিকেলে উপজেলার চরহাজারী চৌরাস্তা এলাকায় এ হামলা হয়। হামলার তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

ওবায়দুল কাদেরের বোনজামাই মনিরুজ্জামান মনির (৫৬) নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

স্থানীয়রা জানান, মনিরুজ্জামান পরিবারের সঙ্গে বসুরহাট পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। শুক্রবার দুপুরে তিনি কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিজ গ্রামে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে সিএনজিচালিত অটোরিকশায় বসুরহাট ফিরছিলেন। পথে চরহাজারী চৌরাস্তায় একদল লোক তাঁকে বহনকারী অটোরিকশা ঘেরাও করে। পরে তাঁকে অটো থেকে নামিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রৌশন জাহান বলেন, `মনিরুজ্জামানের মাথায় ও পিঠে ধারাল অস্ত্রের জখম রয়েছে। এ ছাড়া হাঁটুতেও গুরুতর জখম দেখা গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।‘

এদিকে কোম্পানিগঞ্জ থানার ওসি ফৌজুল আজিম বলেন, `মনিরুজ্জামানের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ বিষয়ে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে