logo
খবর

চট্টগ্রামে শিশুর মৃত্যুর ৬ বছর পর ৪ চিকিৎসকের বিচার শুরু

প্রতিবেদক, বিডিজেন০১ অক্টোবর ২০২৪
Copied!
চট্টগ্রামে শিশুর মৃত্যুর ৬ বছর পর ৪ চিকিৎসকের বিচার শুরু
রাফিদা খান রাইফা।

চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর মামলায় হাসপাতালটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ চার চিকিৎসকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে আগামী নভম্বরে রােইফার মৃত্যুর ছয় বছর পর বিচার শুরু হতে যাচ্ছে।

গতকাল সোমবার চার্জগঠনের মাধ্যমে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার এ আদেশ দেন। মামলার আসামি চার চিকিৎসক হলেন শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশিষ সেন, ডা. শুভ্র দেব ও ম্যাক্স হাসাপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী।

আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দিন ভূইয়া জানান, আগামী ১২ নভেম্বর থেকে রাইফা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

গত ২৫ মার্চ দায়িত্বে অবহেলা ও বেসরকারি হাসপাতালটির ব্যবস্থাপনা ত্রুটির কারণে রাইফার মৃত্যু হয়েছে উল্লেখ করে ম্যাক্স হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ চার চিকিৎসকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মুহাম্মদ ওমর ফারুক।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ জুন নগরীর মেহেদীবাগ এলাকার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাইফা। এ ঘটনায় রাইফার বাবা ও চট্টগ্রামের সাংবাদিক নেতা রুবেল খান বাদী হয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় চকবাজার থানায় একটি মামলা করেন। ছয় বছর পর তদন্ত শেষে ওই মামলারই বিচার শুরুর আদেশ এল।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৭ দিন আগে