logo
খবর

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি অন্তবর্তী সরকারের নৌপরিবহন ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহ ব্যক্ত করেন ।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে ইউএইর গভীর বন্ধুত্ব রয়েছে। ইউএই বাংলাদেশের পোশাক ও কৃষিজাত পণ্য আমদানি করে থাকে। চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে।

তিনি আরও জানান, ডিপি ওয়ার্ল্ডের মতো বৃহৎ সমুদ্রবন্দর ব্যবস্থাপনা কোম্পানি ইউএইর রয়েছে। যারা বিশ্বজুড়ে ৬০টির বেশি বন্দরের পরিচালনা করে। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে তাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন ইউএইর বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সবসময় বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়।

তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের নাবিকদের জন্য সহজে ট্রানজিট ভিসা দেওয়ার আহ্বান জানান।

বাণিজ্য ভারসাম্য আনার লক্ষ্যে রাষ্ট্রদূতকে পাটজাত পণ্য আমদানির আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য। তিনি আশা করেন, ইউএই বাংলাদেশের পাট ও বস্ত্র শিল্পে বিনিয়োগ করবে।

রাষ্ট্রদূত উভয় দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং লিখিত প্রস্তাবনা দিতে বলেন। বৈঠকে ইউএইর পাঁচ সদস্যের প্রতিনিধিদল এবং বাংলাদেশের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

মধ্যপ্রাচ্যের প্রবাসী ভোটারদের নিবন্ধন আবারও শুরু

আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভিসা জালিয়াতি স্বপ্ন নষ্ট ও পরিবারকে বিপর্যস্ত করে: ব্রিটিশ হাইকমিশনার সারা কুক

ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।

৬ দিন আগে

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে ১৭ হাজার ৯০৭ প্রবাসীর নিবন্ধন

অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।

৬ দিন আগে