
বিডিজেন ডেস্ক

সুদানে চলমান গৃহযুদ্ধে বিবাদমান দুই পক্ষ দেশে চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলে দাবি করেছে জাতিসংঘ। চালানো হচ্ছে নির্যাতন এবং নির্বিচারের আটক করা হচ্ছে বেসামরিক নাগরিকদের। এ অবস্থায় সেখানে অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণ ও শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘ এ সম্পর্কিত এক প্রতিবেদনে জানিয়েছে, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী (আরএসএফ) উভয় পক্ষই যুদ্ধাপরাধ করছে। বেসামরিক নাগরিকদের ওপর চালানো হচ্ছে নির্যাতন এবং নির্বিচারে আটক করা হচ্ছে তাদের।
ফ্যাক্টফাইন্ডিং মিশনের চেয়ারম্যান মোহামেদ চান্দ ওথমান জানান, সুদানে বিবাদমান দুই পক্ষ চরমভাবে দেশটিতে মানবাধিকার লঙ্ঘন করছে, যার একেকটি আন্তর্জাতিক অপরাধের সমান। লিঙ্গ এবং বয়সভেদে চালানো হচ্ছে ভিন্নপন্থার নির্যাতন। যার প্রভাব থাকতে পারে কয়েক দশক পর্যন্ত।
শান্তিরক্ষা মিশনে দেশটিতে বিদ্যমান অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণেরও আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলেই কেবল এই অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে।
মোহামেদ চান্দ ওথমান আরও জানান, দেশটিতে মানবাধিকার পুনরুদ্ধারে নিরপেক্ষ বাহিনী মোতায়েন করার জন্য শক্তিশালী রাষ্ট্রগুলোকে আহ্বান ও সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে বিবাদমান দুই পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধাপরাধ বন্ধের জন্যও আহ্বান জানানো হচ্ছে।
জাতিসংঘ তাদের প্রতিবেদনে আরও দাবি করেছে, আরএসএফ ও তাদের মিত্রবাহিনীগুলো সুদানে যৌন দাসী এবং শিশু সেনা নিয়োগের মতো অতিরিক্ত যুদ্ধাপরাধ করছে। চলমান সংঘাতে দেশটিতে বাস্তুচ্যুতের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২০ লাখ।

সুদানে চলমান গৃহযুদ্ধে বিবাদমান দুই পক্ষ দেশে চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলে দাবি করেছে জাতিসংঘ। চালানো হচ্ছে নির্যাতন এবং নির্বিচারের আটক করা হচ্ছে বেসামরিক নাগরিকদের। এ অবস্থায় সেখানে অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণ ও শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জাতিসংঘ এ সম্পর্কিত এক প্রতিবেদনে জানিয়েছে, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী (আরএসএফ) উভয় পক্ষই যুদ্ধাপরাধ করছে। বেসামরিক নাগরিকদের ওপর চালানো হচ্ছে নির্যাতন এবং নির্বিচারে আটক করা হচ্ছে তাদের।
ফ্যাক্টফাইন্ডিং মিশনের চেয়ারম্যান মোহামেদ চান্দ ওথমান জানান, সুদানে বিবাদমান দুই পক্ষ চরমভাবে দেশটিতে মানবাধিকার লঙ্ঘন করছে, যার একেকটি আন্তর্জাতিক অপরাধের সমান। লিঙ্গ এবং বয়সভেদে চালানো হচ্ছে ভিন্নপন্থার নির্যাতন। যার প্রভাব থাকতে পারে কয়েক দশক পর্যন্ত।
শান্তিরক্ষা মিশনে দেশটিতে বিদ্যমান অস্ত্র নিষেধাজ্ঞা সম্প্রসারণেরও আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলেই কেবল এই অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে।
মোহামেদ চান্দ ওথমান আরও জানান, দেশটিতে মানবাধিকার পুনরুদ্ধারে নিরপেক্ষ বাহিনী মোতায়েন করার জন্য শক্তিশালী রাষ্ট্রগুলোকে আহ্বান ও সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে বিবাদমান দুই পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধাপরাধ বন্ধের জন্যও আহ্বান জানানো হচ্ছে।
জাতিসংঘ তাদের প্রতিবেদনে আরও দাবি করেছে, আরএসএফ ও তাদের মিত্রবাহিনীগুলো সুদানে যৌন দাসী এবং শিশু সেনা নিয়োগের মতো অতিরিক্ত যুদ্ধাপরাধ করছে। চলমান সংঘাতে দেশটিতে বাস্তুচ্যুতের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ২০ লাখ।
আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।