সোমবার (৮ ডিসেম্বর) সকালে নিউ সাউথ ওয়েলস রাজ্যজুড়ে ৫০টির বেশি দাবানল জ্বলছিল। সপ্তাহান্তে দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন সিডনির ঠিক উত্তরে অবস্থিত প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের বাসস্থান সেন্ট্রাল কোস্ট অঞ্চলে ১৬টি বাড়ি ধ্বংস করে দেয়।
অক্টোবরের পর থেকে শুরু হলো আমাদের তোড়জোড়। আমার স্ত্রী শিলা ও আমি খুবই একসাইটেড এই ট্যুর নিয়ে। এই সময়ের মধ্যে শিলা কিছু শপিং করে ফেলেছে। আমার কেমন যেন থ্রিল ফিল হচ্ছে। জীবনে কোনো দিন সমূদ্র যাত্রা করিনি।