
বিডিজেন ডেস্ক

বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।
এ সময় ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশন মডেলের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের সামাজিক ও আর্থিক সুবিধা প্রদান নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে একটি নীতিগত সংলাপ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
ফোর্বস ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশনের আওতায় জয়েন্ট ডিগ্রি, ডুয়াল ডিগ্রি, কোয়ালিটি অ্যাসিওরেন্স সেন্টার ও গবেষণা সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা।
সভায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিকীকরণ, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষা খাতে অ্যাকাডেমিক অংশীদারত্ব তৈরি এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী।

বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।
এ সময় ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশন মডেলের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের সামাজিক ও আর্থিক সুবিধা প্রদান নিয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে একটি নীতিগত সংলাপ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
ফোর্বস ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশনের আওতায় জয়েন্ট ডিগ্রি, ডুয়াল ডিগ্রি, কোয়ালিটি অ্যাসিওরেন্স সেন্টার ও গবেষণা সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা।
সভায় দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিকীকরণ, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষা খাতে অ্যাকাডেমিক অংশীদারত্ব তৈরি এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে ইউজিসি ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে আগ্রহী।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।
জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।
সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় যুক্তরাজ্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পাড়াশোনার সুযোগ।