logo
বিদেশে উচ্চশিক্ষা

জার্মানিতে সিসিপি ফেলোশিপ, আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ অক্টোবর ২০২৪
Copied!
জার্মানিতে সিসিপি ফেলোশিপ, আবেদন করুন আজই

উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার জন্য ইউরোপ যাদের প্রথম পছন্দ, তাদের জন্য জার্মানি হতে পারে সেরা অপশন। জার্মানি শিক্ষার্থীবান্ধব দেশ হিসেবে পরিচিত। এর অন্যতম কারণ দেশটির সমৃদ্ধ ইতিহাস, জ্ঞান বিজ্ঞানের সম্ভার ও গবেষণা খাতে গুরুত্ব। এ ছাড়া জার্মানিতে শিক্ষাটা বাস্তবমুখী হয়।

এই জার্মানিতেই প্রতি বছর ফেলোশিপ দিয়ে থাকে জার্মান ফেডারেল ফরেন অফিস ও ইনস্টিটিউট ফুর অসল্যান্ডসবেজিহানজেন (আইএফএ)। ক্রসকালচার প্রোগ্রাম কিংবা সিসিপি নামের এই ফেলোশিপে প্রতিবছর জার্মানিতে যেতে পারবেন ৫৫ থেকে ৬০ জন।

২০২৫ সালের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে এ বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

সিসিপি ফেলোশিপে বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল সম্পর্কে ধারণা পেতে পারবেন। আর উপস্থাপন করতে পারবেন নিজের দেশের বিভিন্ন ইতিহাস-সংস্কৃতিও। দুই থেকে তিন মাসের জন্য এই ফেলোশিপ পাবেন। এর আওতায় আপনার পেশা সংক্রান্ত বিষয়ে চর্চার সুযোগ পাবেন জার্মানি কিংবা সিসিপির শাখা রয়েছে এমন কোনো দেশে।

এর আওতায় পরিচিত হতে পারবেন বিশ্বের বিভিন্ন নামিদামি সংস্থা ও উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে। এই ফেলোশিপে রয়েছে আর্থিক সহায়তা। প্রত্যেক ফেলো প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন ৬৫০ ইউরো (প্রায় ৮৫ হাজার টাকা)। এ ছাড়া জীবনযাত্রার ব্যয় বহন করা হবে। দেওয়া হবে যাতায়াতের খরচও। অনলাইনেও কাজ করতে পারবেন।

এর বাইরে থাকা-খাওয়ার খরচ ও ভিসার খরচও দেবে তারা।

আবেদনে লাগবে যে যোগ্যতা

কোথাও অধ্যয়নরত থাকলে এই ফেলোশিপে আবেদন করতে পারবেন না। আবেদন করতে পারবেন বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের পেশাজীবীরা। মানবাধিকার ও শান্তি, পরিকল্পনা ও সমাজ, টেকসই উন্নয়ন ও জলবায়ু ন্যায়বিচার এবং গণমাধ্যম ও সংস্কৃতি বিষয়ক পেশায় যুক্ত থাকতে হবে। এ ছাড়া সংস্কৃতি, জেন্ডার ও বৈচিত্রতা নিয়েও কাজ করলে চলবে।

আবেদনের সময় বয়স কমপক্ষে ২৩ হতে হবে। কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি লেখা ও বলায় পারদর্শী হতে হবে। হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী। জার্মান ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা পাবেন। তবে এটি বাধ্যতামূলক নয়।

কখন কীভাবে আবেদন করবেন

আবেদন করা যাবে অনলাইনে। প্রতি বছরের শেষদিকে এই আবেদন আহ্বান করা হয়। আবেদনের সময় সঙ্গে বিভিন্ন ডকুমেন্ট দিতে হয়। তাতে থাকে একাডেমিক কাগজপত্রও। রিকমেন্ডেশন পাবেন কোনো সুপারভাইজারের মাধ্যমে।

২০২৫ সালের জন্য এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে এ বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

৫ দিন আগে

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

৬ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

১৩ দিন আগে

কুইন এলিজাবেথ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ

কুইন এলিজাবেথ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় যুক্তরাজ্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পাড়াশোনার সুযোগ।

১৩ দিন আগে