
বিডিজেন ডেস্ক

দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে অনেকের বেশ পছন্দ ইউরোপের কোনো দেশ। বেশিরভাগই যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। কিন্তু দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ অনেক। এ কারণে সবাই খোঁজ করেন স্কলারশিপের।
তাদের কথা মাথায় রেখে প্রতি বছর বিভিন্ন কোর্সে উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিয়ে থাকে যুক্তরাজ্য সরকার ও দেশটির বিশ্ববিদ্যালয়। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে ক্ল্যারেন্ডন ফান্ড স্কলারশিপ। এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। আর পড়ার সুযোগ মিলবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
ক্ল্যারেন্ডন ফান্ড ফুল-টাইম বা খণ্ডকালীন স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দেয়। এর আওতায় ২০০টি সম্পূর্ণ অর্থায়িত স্নাতক বৃত্তি মিলবে।
আগে জেনে নিন সুবিধাগুলো
এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি এবং কলেজ ফি কভার করা হবে। জীবনযাত্রার খরচের জন্য বার্ষিক অনুদান দেবে কর্তৃপক্ষ। খণ্ডকালীন কোর্সের জন্য আপনি একটি অধ্যয়ন সহায়তা অনুদান পাবেন। বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। এ ছাড়া গবেষণায় সহায়তা মিলবে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
এই বৃত্তি যুক্তরাজ্যের নাগরিকসহ বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত। যেকোনো জাতীয়তা, জাতি বা লিঙ্গের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই আপনার পছন্দের কোর্সের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। এটি খুব প্রতিযোগিতামূলক স্কলারশিপ। তাই স্নাতকে ভালো ফলাফল ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
কোর্সে প্রথমে ভর্তি হতে হবে। একাডেমিক বিভাগ আবেদনটি মূল্যায়ন করবে এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের তালিকা ক্ল্যারেন্ডন ফান্ড অ্যাডমিনিস্ট্রেটরের কাছে পাঠানো হবে।
কখন কীভাবে আবেদন করবেন
প্রতি বছরের জানুয়ারি ও ডিসেম্বরে আবেদনের শেষ সময় থাকে। কোর্সভেদে বিভিন্ন সময় আবেদন করা যায়। আবেদন করতে হয় অনলাইনে। জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যে একবার আবেদন করলেই চলবে। এরপর আলাদা করে আবেদন করতে হবে না।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।

দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে অনেকের বেশ পছন্দ ইউরোপের কোনো দেশ। বেশিরভাগই যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান। কিন্তু দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ অনেক। এ কারণে সবাই খোঁজ করেন স্কলারশিপের।
তাদের কথা মাথায় রেখে প্রতি বছর বিভিন্ন কোর্সে উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিয়ে থাকে যুক্তরাজ্য সরকার ও দেশটির বিশ্ববিদ্যালয়। এর মধ্যে জনপ্রিয় হচ্ছে ক্ল্যারেন্ডন ফান্ড স্কলারশিপ। এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। আর পড়ার সুযোগ মিলবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
ক্ল্যারেন্ডন ফান্ড ফুল-টাইম বা খণ্ডকালীন স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ দেয়। এর আওতায় ২০০টি সম্পূর্ণ অর্থায়িত স্নাতক বৃত্তি মিলবে।
আগে জেনে নিন সুবিধাগুলো
এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি এবং কলেজ ফি কভার করা হবে। জীবনযাত্রার খরচের জন্য বার্ষিক অনুদান দেবে কর্তৃপক্ষ। খণ্ডকালীন কোর্সের জন্য আপনি একটি অধ্যয়ন সহায়তা অনুদান পাবেন। বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। এ ছাড়া গবেষণায় সহায়তা মিলবে।
আবেদনে লাগবে যে যোগ্যতা
এই বৃত্তি যুক্তরাজ্যের নাগরিকসহ বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত। যেকোনো জাতীয়তা, জাতি বা লিঙ্গের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই আপনার পছন্দের কোর্সের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। এটি খুব প্রতিযোগিতামূলক স্কলারশিপ। তাই স্নাতকে ভালো ফলাফল ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
কোর্সে প্রথমে ভর্তি হতে হবে। একাডেমিক বিভাগ আবেদনটি মূল্যায়ন করবে এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের তালিকা ক্ল্যারেন্ডন ফান্ড অ্যাডমিনিস্ট্রেটরের কাছে পাঠানো হবে।
কখন কীভাবে আবেদন করবেন
প্রতি বছরের জানুয়ারি ও ডিসেম্বরে আবেদনের শেষ সময় থাকে। কোর্সভেদে বিভিন্ন সময় আবেদন করা যায়। আবেদন করতে হয় অনলাইনে। জানুয়ারি বা ডিসেম্বরের মধ্যে একবার আবেদন করলেই চলবে। এরপর আলাদা করে আবেদন করতে হবে না।
আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।
জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।
সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় যুক্তরাজ্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পাড়াশোনার সুযোগ।