logo
বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই চীনের এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ নভেম্বর ২০২৪
Copied!
আইইএলটিএস ছাড়াই চীনের এই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।

চীনের চংকিং ইউনিভার্সিটিতে প্রতি বছর মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করা যায়। চীন সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত এই স্কলারশিপের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী চংকিং ইউনিভার্সিটি অব পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনসে (সিকিউইউপিটি) স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন।

১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটি বর্তমানে চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি। এখানে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩ হাজার ইউয়ান (৪৯ হাজার ৬০০ টাকা) এবং পিএইচডি প্রোগ্রামে মাসে ৩ হাজার ৫০০ ইউয়ান (৫৭ হাজার ৮৭৮ টাকা) দেওয়া হয়। এখানে রেজিস্ট্রেশন ফ্রি, কোনো টিউশন ফি লাগবে না। ক্যাম্পাসে বিনামূল্যে থাকার ব্যবস্থা রয়েছে। চিকিৎসা বীমা সুবিধাও দেওয়া হয়।

আবেদনে লাগবে যে যোগ্যতা

চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে। আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে)। আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে)। অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না।

চীনা সরকার বৃত্তির আবেদন ফরম, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব, দুটি সুপারিশপত্র, পাসপোর্টের একটি অনুলিপি, অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। সাধারণত প্রতি বছরের শেষদিকে আবেদন আহ্বান করা হয়ে থাকে। ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন আরও তথ্য।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

ভুয়া নথি জমাকারীরা সত্যিকারের শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করছে: জার্মান রাষ্ট্রদূত

ভুয়া নথি জমাকারীরা সত্যিকারের শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করছে: জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশি আবেদনকারীদের সঠিক নথি জমা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ বলেছেন, “জার্মানিতে পড়তে যেতে চায় এমন হাজার হাজার সৎ শিক্ষার্থী আছে, কিন্তু যারা ভুল বা ভুয়া নথি জমা দেয় তারা সত্যিকারের পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করে।”

৪ দিন আগে

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা আবেদনের ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস হলো একটি বিশেষ সুবিধা, যা কোনো দেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেশটির হোম অ্যাফেয়ার্সের নির্ধারিত সর্বনিম্ন অভিবাসন ঝুঁকির স্তর। এই পদ্ধতিটিকে মূলত ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক’–এর একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়।

০২ অক্টোবর ২০২৫

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।

২২ সেপ্টেম্বর ২০২৫

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে।

০১ সেপ্টেম্বর ২০২৫