logo
বিদেশে উচ্চশিক্ষা

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

রফিক আহমদ খান, মালয়েশিয়া১০ ডিসেম্বর ২০২৫
Copied!
মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউএম) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী সালেম আবদুহু।

সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৪১তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি তার ডিগ্রি গ্রহণ করেন দেশটির পাহাং রাজ্যের রানী টেংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়ার হাত থেকে।

মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী সালেম আবদুহুর গবেষণার শিরোনাম ছিল—‘দ্য ইমপ্যাক্ট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং কনটেন্ট অন ইনটেনশন টু ডোনেট টু মুসলিম এনজিওস ইউজিং ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মস’।

Bangladeshi student, Malaysia 2

আবদুহু তার প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করেন রাজউক উত্তরা মডেল কলেজ এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে।
দীর্ঘ ১৬ বছরের অধ্যয়ন ও গবেষণা যাত্রা শেষে আইআইইউএম থেকে তার পিএইচডি সম্পন্ন করেন।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, যাত্রাটি চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অগণিত দোয়া ও ধৈর্যের মাধ্যমে আজ তা সফল হয়েছে।”

সালেম আবদুহু পেশাগতভাবে একজন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও মিডিয়া কনসালট্যান্ট। তিনি বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান, দাতব্য সংস্থা এবং মিডিয়া প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপন কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, মাল্টিমিডিয়া প্রোডাকশন এবং অনলাইন ক্যাম্পেইন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Bangladeshi student, Malaysia 3

ডিজিটাল মার্কেটিং, মুসলিম এনজিও সেক্টর এবং আধুনিক ডোনেশন ইকোসিস্টেম নিয়ে তার অভিজ্ঞতা ও গবেষণা তাকে এই ক্ষেত্রে এক বিশেষ অবস্থানে পৌঁছে দিয়েছে।

বর্তমানে তিনি ড. বিলাল ফিলিপসের ইসলামিক অনলাইন ইউনিভাসিটির মার্কেটিং লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।

সমাবর্তন শেষে সালেম আবদুহু বলেন, “আল্লাহর অনুগ্রহে রানী টুংকু আজিজাহ আমিনাহর হাত থেকে ডিগ্রি গ্রহণ করতে পেরেছি। আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এটি।”

Bangladeshi student, Malaysia 4

আইআইইউএমে অতিবাহিত সময় সম্পর্কে আবদুহু বলেন, প্রতিষ্ঠানটি তাকে একটি চমৎকার শিক্ষণ পরিবেশ, সঠিক পরামর্শ এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ দিয়েছে, যার জন্য তিনি চিরকৃতজ্ঞ। তিনি আরও প্রত্যাশা করেন যে তার অর্জিত এই জ্ঞান যেন সমাজের কল্যাণে নিয়োজিত হয় এবং ভবিষ্যতে জাতি গঠনে অর্থপূর্ণ অবদান রাখতে সহায়ক হয়।

ড. সালেম আবদুহু চট্টগ্রামের সাতকানিয়া–লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম এবং উম্মে সালমা দম্পতির একমাত্র পুত্র।

আরও দেখুন

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

৫ দিন আগে

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

৬ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

১৩ দিন আগে

কুইন এলিজাবেথ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ

কুইন এলিজাবেথ স্কলারশিপে যুক্তরাজ্যে পড়াশোনার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপ’ এর আওতায় যুক্তরাজ্যে স্নাতকোত্তর প্রোগ্রামে পাড়াশোনার সুযোগ।

১৩ দিন আগে