logo
বিদেশে উচ্চশিক্ষা

হংকংয়ে উচ্চশিক্ষায় ফেলোশিপ, জেনে নিন এক নজরে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
হংকংয়ে উচ্চশিক্ষায় ফেলোশিপ, জেনে নিন এক নজরে

পিএইচডি প্রোগ্রামে বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে হংকং। নির্বাচিত বিদেশি শিক্ষার্থীদের প্রতি বছর দেওয়া হয় পিএইচডি ফেলোশিপ। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের ৩০০টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হয়। বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল, প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা থেকে আবেদন করা যাবে। হংকংয়ে পিএইচডি করতে চাইলে এই স্কলারশিপ হতে পারে সেরা অপশন।

আগে জেনে নিন সুবিধাগুলো

ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি প্রদান করা হবে। বছরপ্রতি দেওয়া হবে ৪৩ হাজার ২৩০ মার্কিন ডলার। একটি কনফারেন্স ও গবেষণা ভ্রমণ ভাতা প্রদান করা হবে ১ হাজার ৭৯০ ডলার। তবে এই পরিমাণ বছর বছর কমবেশি হতে পারে। এ ছাড়া অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে।

পড়তে পারবেন সিটি ইউনিভার্সিটি অব হংকং, হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, লিংনান ইউনিভার্সিটি, দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং, দ্য এডুকেশন ইউনিভার্সিটি অব হংকং, দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দ্য ইউনিভার্সিটি অব হংকংয়ের যেকোনো একটিতে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ফুল-টাইম পিএইচডিতে ভর্তি হতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীরা ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার সনদ আইইএলটিএস লাগবে। তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে আইইএলটিএসের প্রয়োজন নেই। গবেষণা দক্ষতা ও সম্ভাবনা থাকতে হবে। যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে। আবেদনে নির্দিষ্ট বয়সসীমা নেই।

বিদেশে পড়াশোনায় যেসব ডকুমেন্টস লাগে এখানেও সেগুলোই চলবে। ট্রান্সক্রিপ্ট, লেটার অব মোটিভেশন, দুইটি রেকমেন্ডেশন লেটার, পূরণকৃত আবেদনপত্র, সিভি, প্রুফ অব রেসিডেন্স, পাসপোর্ট বা আইডির স্ক্যান কপি, ইংরেজি ভাষা দক্ষতার সনদ।

কখন কীভাবে আবেদন করবেন

হংকং ফেলোশিপের সময়কাল তিন বছর। হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত সেপ্টেম্বর মাসে তাদের শিক্ষাবর্ষ শুরু করে। অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। নির্বাচিত হলে পরবর্তী সময়ে সরাসরি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। আবেদন চলে বছরের শেষদিকে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

ভুয়া নথি জমাকারীরা সত্যিকারের শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করছে: জার্মান রাষ্ট্রদূত

ভুয়া নথি জমাকারীরা সত্যিকারের শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করছে: জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশি আবেদনকারীদের সঠিক নথি জমা দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ বলেছেন, “জার্মানিতে পড়তে যেতে চায় এমন হাজার হাজার সৎ শিক্ষার্থী আছে, কিন্তু যারা ভুল বা ভুয়া নথি জমা দেয় তারা সত্যিকারের পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের সুযোগ নষ্ট করে।”

৫ দিন আগে

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসা আবেদনের ক্ষেত্রে লেভেল-১ স্ট্যাটাস হলো একটি বিশেষ সুবিধা, যা কোনো দেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দেশটির হোম অ্যাফেয়ার্সের নির্ধারিত সর্বনিম্ন অভিবাসন ঝুঁকির স্তর। এই পদ্ধতিটিকে মূলত ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক’–এর একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়।

০২ অক্টোবর ২০২৫

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ

ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।

২২ সেপ্টেম্বর ২০২৫

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

৭ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য বাউবির বিএ ও বিএসএস প্রোগ্রাম

সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি প্রবাসী বা অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সেই দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে।

০১ সেপ্টেম্বর ২০২৫