

বিডিজেন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস (ঈদ আল ইত্তিহাদ) উপলক্ষে ‘ইউনাইটেড’ থিম নিয়ে এবারের জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে আয়োজক দল। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সবাইকে ৭টি আমিরাতজুড়ে পরিকল্পিত নানা কমিউনিটি কার্যক্রম, অভিজ্ঞতা এবং ইভেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
খবর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।
উদ্যাপনের লক্ষ্য—সম্প্রীতি ও জাতীয় গর্ব
এই উৎসবের মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে সংযোগ, অন্তর্ভুক্তি ও জাতীয় গর্বের অনুভূতি জাগানো। অংশগ্রহণ বাড়াতে ঈদ আল ইত্তিহাদ টিম একটি অনলাইন হাব তৈরি করেছে, যেখানে রয়েছে অনুপ্রেরণামূলক গাইড, কর্মকাণ্ডের আইডিয়া এবং পরিবার ও কমিউনিটির জন্য বিভিন্ন উদ্যাপন পরামর্শ।
অফিশিয়াল প্লেলিস্ট ও ইভেন্ট সূচি
আনন্দ, গর্ব ও উৎসবের আবহ তুলে ধরা গান নিয়ে তৈরি অফিসিয়াল প্লেলিস্টটি ঈদ আল ইত্তিহাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান অফিসিয়াল ইভেন্টগুলোর পূর্ণ সূচি শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আমিরাতজুড়ে অনুষ্ঠান
আবুধাবি: খলিফা সিটি, আল ফালাহ, আল শামখা এবং বিভিন্ন মজলিস ভেন্যু—যেমন আল হাওয়াসিম, আল খাতম, আল শাওয়ামেখ এবং শাখবুত সিটিতে অফিসিয়াল অনুষ্ঠান প্রদর্শন করা হবে।
আল দাফরা: মদিনাত যায়েদ, লিওয়া ওয়েসিস, আল সিলা’র আল শাবাহানা পার্ক, বিদা মুতা’আর আল হারাত পার্ক, দেলমা দ্বীপের পাবলিক পার্ক, ঘায়াথির জায়েদ আল খায়ের পার্ক এবং মোহাম্মদ আল ফালাহি আল ইয়াসির মজলিসে সম্প্রচার।
আল আইন: আল আইন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এবং আল তুইয়্যা, আল মাসউদি, আল ফোয়া ও আল মাকাম এলাকার মজলিসে প্রদর্শনী।
দুবাই: আল খাওয়ানেজ, গ্লোবাল ভিলেজ এবং দুবাই ফেস্টিভাল সিটি মলে উদ্যাপন ও সম্প্রচার।
শারজাহ: আল সিইউহ পার্ক এবং কশিশা পার্কে স্ক্রিনিং।
আজমান: আজমান মেরিনা, আল জুরফ ফ্যামিলি পার্ক এবং আল ওয়ারকা পাবলিক পার্কে অনুষ্ঠান।
উম্ম আল কুয়াইন: ক্রিক ওয়াটারফ্রন্ট।
রাস আল খাইমাহ: আল কাউয়াসিম কর্নিশ এবং ফ্ল্যাগপোল প্লাজা।
ফুজাইরাহ: আমব্রেলা বিচ।
সারা দেশে সরাসরি সম্প্রচার
ঈদ আল ইত্তিহাদ টিম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সব আমিরাতের বাসিন্দারা আবুধাবি থেকে সরাসরি সম্প্রচারিত অফিসিয়াল অনুষ্ঠানটি দেশজুড়ে সিনেমা হল, স্থানীয় টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস (ঈদ আল ইত্তিহাদ) উপলক্ষে ‘ইউনাইটেড’ থিম নিয়ে এবারের জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে আয়োজক দল। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সবাইকে ৭টি আমিরাতজুড়ে পরিকল্পিত নানা কমিউনিটি কার্যক্রম, অভিজ্ঞতা এবং ইভেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
খবর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।
উদ্যাপনের লক্ষ্য—সম্প্রীতি ও জাতীয় গর্ব
এই উৎসবের মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে সংযোগ, অন্তর্ভুক্তি ও জাতীয় গর্বের অনুভূতি জাগানো। অংশগ্রহণ বাড়াতে ঈদ আল ইত্তিহাদ টিম একটি অনলাইন হাব তৈরি করেছে, যেখানে রয়েছে অনুপ্রেরণামূলক গাইড, কর্মকাণ্ডের আইডিয়া এবং পরিবার ও কমিউনিটির জন্য বিভিন্ন উদ্যাপন পরামর্শ।
অফিশিয়াল প্লেলিস্ট ও ইভেন্ট সূচি
আনন্দ, গর্ব ও উৎসবের আবহ তুলে ধরা গান নিয়ে তৈরি অফিসিয়াল প্লেলিস্টটি ঈদ আল ইত্তিহাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলমান অফিসিয়াল ইভেন্টগুলোর পূর্ণ সূচি শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আমিরাতজুড়ে অনুষ্ঠান
আবুধাবি: খলিফা সিটি, আল ফালাহ, আল শামখা এবং বিভিন্ন মজলিস ভেন্যু—যেমন আল হাওয়াসিম, আল খাতম, আল শাওয়ামেখ এবং শাখবুত সিটিতে অফিসিয়াল অনুষ্ঠান প্রদর্শন করা হবে।
আল দাফরা: মদিনাত যায়েদ, লিওয়া ওয়েসিস, আল সিলা’র আল শাবাহানা পার্ক, বিদা মুতা’আর আল হারাত পার্ক, দেলমা দ্বীপের পাবলিক পার্ক, ঘায়াথির জায়েদ আল খায়ের পার্ক এবং মোহাম্মদ আল ফালাহি আল ইয়াসির মজলিসে সম্প্রচার।
আল আইন: আল আইন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এবং আল তুইয়্যা, আল মাসউদি, আল ফোয়া ও আল মাকাম এলাকার মজলিসে প্রদর্শনী।
দুবাই: আল খাওয়ানেজ, গ্লোবাল ভিলেজ এবং দুবাই ফেস্টিভাল সিটি মলে উদ্যাপন ও সম্প্রচার।
শারজাহ: আল সিইউহ পার্ক এবং কশিশা পার্কে স্ক্রিনিং।
আজমান: আজমান মেরিনা, আল জুরফ ফ্যামিলি পার্ক এবং আল ওয়ারকা পাবলিক পার্কে অনুষ্ঠান।
উম্ম আল কুয়াইন: ক্রিক ওয়াটারফ্রন্ট।
রাস আল খাইমাহ: আল কাউয়াসিম কর্নিশ এবং ফ্ল্যাগপোল প্লাজা।
ফুজাইরাহ: আমব্রেলা বিচ।
সারা দেশে সরাসরি সম্প্রচার
ঈদ আল ইত্তিহাদ টিম জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সব আমিরাতের বাসিন্দারা আবুধাবি থেকে সরাসরি সম্প্রচারিত অফিসিয়াল অনুষ্ঠানটি দেশজুড়ে সিনেমা হল, স্থানীয় টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।