
বিডিজেন ডেস্ক

সৌদি আরবে চলতি বছর ৭১ শতাংশ শিশুর জন্ম নরমাল ডেলিভারিতে হয়েছে। সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিক্সের (গাসতাত) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দপ্তরটির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, এ বছর সৌদিতে ২৮ শতাংশ শিশুর জন্ম সিজারিয়ান সেকশনের মাধ্যমে রয়েছে। দেশটিতে ৯৯ শতাংশ শিশুর জন্মই স্বাস্থ্য বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হয়েছে।
গাসতাত জানায়, সৌদির ৬৫ শতাংশ নারী শিশু জন্ম দেওয়ার প্রথম ঘন্টার মধ্যে তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়ান।
২০২২ সালে চালানো আদমশুমারি তথ্য অনুযায়ী, সৌদি আরবে মোট জনসংখ্যার ৪২ শতাংশই হলেন প্রবাসী। মোট জনসংখ্যা রয়েছে ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। অপরদিকে নন-সৌদি বা প্রবাসী হলেন প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।
আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। দেশটিতে ১ কোটি ৯৭ লাখই পুরুষ। মানে দেশটির মোট জনসংখ্যার ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ।
আর নারী হলেন ১ কোটি ২৫ লাখ। অর্থাৎ দেশটিতে যত মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র ৩৮ দশমিক ৮ শতাংশ হলেন নারী।

সৌদি আরবে চলতি বছর ৭১ শতাংশ শিশুর জন্ম নরমাল ডেলিভারিতে হয়েছে। সম্প্রতি দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিক্সের (গাসতাত) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দপ্তরটির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, এ বছর সৌদিতে ২৮ শতাংশ শিশুর জন্ম সিজারিয়ান সেকশনের মাধ্যমে রয়েছে। দেশটিতে ৯৯ শতাংশ শিশুর জন্মই স্বাস্থ্য বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে হয়েছে।
গাসতাত জানায়, সৌদির ৬৫ শতাংশ নারী শিশু জন্ম দেওয়ার প্রথম ঘন্টার মধ্যে তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়ান।
২০২২ সালে চালানো আদমশুমারি তথ্য অনুযায়ী, সৌদি আরবে মোট জনসংখ্যার ৪২ শতাংশই হলেন প্রবাসী। মোট জনসংখ্যা রয়েছে ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। অপরদিকে নন-সৌদি বা প্রবাসী হলেন প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।
আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি। দেশটিতে ১ কোটি ৯৭ লাখই পুরুষ। মানে দেশটির মোট জনসংখ্যার ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ।
আর নারী হলেন ১ কোটি ২৫ লাখ। অর্থাৎ দেশটিতে যত মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র ৩৮ দশমিক ৮ শতাংশ হলেন নারী।
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।