
বিডিজেন ডেস্ক

২০২৪ সালে সৌদি আরবের বাইরে থেকে আসা বিশ্বের বিভিন্ন দেশের এক কোটি ৮৫ লাখেরও বেশি মুসলিম পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন। বন্দরনগরী জেদ্দায় আজ মঙ্গলবার এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন।
সৌদি সরকারের এই মন্ত্রী জানান, পবিত্র হজ ও ওমরা পালনে আসা অতিথিদের অভিজ্ঞতা আরও ভালো করতে তারা উল্লেখযোগ্য সংস্কার করছে।
তৌফিক আল রাবিয়াহ বলেন, নতুন ব্যবস্থার ফলে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পবিত্র রওজা শরিফে জিয়ারতকারীদের সংখ্যা অতীতের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ৪০ লাখ মুসল্লি মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পবিত্র রওজা শরিফ জিয়ারত করলেও ২০২৪ সালে তা বেড়ে ১ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে।
সম্মেলনে ওমরাহ যাত্রীদের জন্য সৌদি সরকারের নুসুক অ্যাপের নতুন সংস্করণের উদ্বোধন করেছেন আল রাবিয়াহ। নতুন এই সংস্করণের অ্যাপে ওমরাহ যাত্রীদের জন্য শতাধিক অতিরিক্ত সেবা যুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ

২০২৪ সালে সৌদি আরবের বাইরে থেকে আসা বিশ্বের বিভিন্ন দেশের এক কোটি ৮৫ লাখেরও বেশি মুসলিম পবিত্র হজ ও ওমরাহ পালন করেছেন। বন্দরনগরী জেদ্দায় আজ মঙ্গলবার এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন।
সৌদি সরকারের এই মন্ত্রী জানান, পবিত্র হজ ও ওমরা পালনে আসা অতিথিদের অভিজ্ঞতা আরও ভালো করতে তারা উল্লেখযোগ্য সংস্কার করছে।
তৌফিক আল রাবিয়াহ বলেন, নতুন ব্যবস্থার ফলে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পবিত্র রওজা শরিফে জিয়ারতকারীদের সংখ্যা অতীতের তুলনায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে ৪০ লাখ মুসল্লি মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পবিত্র রওজা শরিফ জিয়ারত করলেও ২০২৪ সালে তা বেড়ে ১ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে।
সম্মেলনে ওমরাহ যাত্রীদের জন্য সৌদি সরকারের নুসুক অ্যাপের নতুন সংস্করণের উদ্বোধন করেছেন আল রাবিয়াহ। নতুন এই সংস্করণের অ্যাপে ওমরাহ যাত্রীদের জন্য শতাধিক অতিরিক্ত সেবা যুক্ত করা হয়েছে।
তথ্যসূত্র: গালফ নিউজ
তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিসা আবেদন যাচাই-বাছাইয়ের সময় বিদ্যমান আইনের অধীনে ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। আগামী ২১ জানুয়ারি থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতির বিষয়ে আমেরিকাকে সচেতন হতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে পৃথকভাবে কতজন বিক্ষোভকারী বা কতজন নিরাপত্তা কর্মী মারা গেছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।