logo
দরদাম

সোনার ভরি ১,৩৭,৪৪৯ টাকা, অন্য দেশে কত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সোনার ভরি ১,৩৭,৪৪৯ টাকা, অন্য দেশে কত
প্রতীকী ছবি

দেশের বাজারে টানা ৪ দফা বাড়ার পর শনিবার ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ২৫৯ টাকা কমিয়ে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সবশেষ গত ২৫ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ২৮৩ টাকায়।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৫ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৭ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

এদিকে আন্তর্জাতিক বাজারে শনিবার লেনদেন শেষে সোনার দাম কিছুটা বেড়েছে। শনিবার বাহরাইনে প্রতি গ্রাম সোনার দাম আগের দিনের চেয়ে কিছুটা বেড়ে ৯ হাজার ৮০৫ টাকা হয়েছে। এ ছাড়া ভারতে ১০ হাজার ১৯৫, কুয়েতে ৯ হাজার ৫১১, মালয়েশিয়ায় ১০ হাজার ৬৭৩, ওমানে ৯ হাজার ৭৬১, কাতারে ৯ হাজার ৭৭৯, সৌদি আরবে ৯ হাজার ৫৮৭, সিঙ্গাপুরে ৯ হাজার ৯০৪, সংযুক্ত আরব আমিরাতে ৯ হাজার ৬৯৩ ও যুক্তরাষ্ট্রে ১০ হাজার ২৪৬ টাকা দরে প্রতি গ্রাম সোনা বেচাকেনা হয়েছে।

আরও দেখুন

৩০ নভেম্বর রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

৩০ নভেম্বর রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ দেশের মুদ্রাবাজারে মিশ্রধারা দেখা যাচ্ছে। যেসব মুদ্রার দাম বেড়েছে, তার মধ্যে আছে অস্ট্রেলীয় ডলার ও ইউয়ান। দাম কমেছে আমেরিকান ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড ও ভারতীয় রুপির। অপরিবর্তিত আছে ইয়েনের দাম।

১৭ ঘণ্টা আগে

২৬ নভেম্বর বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২৬ নভেম্বর বুধবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ বাজারে আসেরিকান ডলারের দাম কিছুটা কমেছে। টানা কয়েক দিন ডলারের মূল্যবৃদ্ধির পর গত দুই দিন ডলারের দাম অপরিবর্তিত ছিল। তারপর আজ ডলারের দাম কমল।

৫ দিন আগে

২৫ নভেম্বর মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২৫ নভেম্বর মঙ্গলবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, আজ আমেরিকান ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৫৮ পয়সা ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ৫২ পয়সা। আজ ডলারের গড় দাম ১২২ টাকা ৫৪ পয়সা। গত জুলাই থেকে চলতি নভেম্বর পর্যন্ত আমেরিকান ডলারের দাম ওঠানামা করছে।

৬ দিন আগে

২৪ নভেম্বর সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

২৪ নভেম্বর সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আজ দেশের মুদ্রাবাজারে অন্য কোনো মুদ্রার দাম বাড়েনি। যেসব মুদ্রার দাম কমেছে তার মধ্যে আছে ইউরো, পাউন্ড ও সিঙ্গাপুরি ডলার। অপরিবর্তিত আছে ইউয়ান, ইয়েন ও অস্ট্রেলীয় ডলার।

৭ দিন আগে