logo
প্রবাসে চাকরি

দোহার আলওয়াদি হোটেলে এসি টেকনিশিয়ান পদে চাকরি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ অক্টোবর ২০২৪
Copied!
দোহার আলওয়াদি হোটেলে এসি টেকনিশিয়ান পদে চাকরি
প্রতীকী ছবি: সংগৃহীত

কাতারের দোহায় যারা এসি টেকনিশিয়ানের চাকরি খুঁজছেন তাদের জন্য একটি ভালো সুযোগ। দোহার আলওয়াদি হোটেল এসি টেকনিশিয়ান পদে কর্মী নেবে।

কাজের বিবরণ

পদ: এসি টেকনিশিয়ান

বিভাগ: প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ

আলওয়াদি হোটেল দোহা, এমজি গ্যালারি, দোহা, কাতার

কাজের আইডি: REF45871N

আগ্রহীরা আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন।

https://jobs.smartrecruiters.com/oneclick-ui/company/AccorHotel/publication/049810ae-241d-4973-8c3d-53e7be595d06?dcr_ci=AccorHotel&sid=998bc6c9-cfbe-4db9-af4b-d7bb8407f264

চাকরি সম্পর্কে

হোটেলের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইনস্টল, রক্ষণাবেক্ষণ ও মেরামত করা।

সিস্টেমের ত্রুটি নির্ণয় এবং সমস্যা সময়মতো সমাধান করা।

এসির জীবনকাল দীর্ঘায়িত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা।

সর্বোত্তম কর্মক্ষমতা নিশ্চিতে পরিদর্শন, পরীক্ষাব্যবস্থা এবং নিয়ন্ত্রণগুলো সামঞ্জস্য করা।

নিরাপদে ও দক্ষতার সঙ্গে প্রকল্পগুলো সম্পূর্ণ করতে দলের সদস্যদের সঙ্গে সহযোগিতা করা।

রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের বিস্তারিত রেকর্ড রাখা।

গ্রাহকদের সিস্টেমের যত্ন, শক্তি-সঞ্চয় অনুশীলনের বিষয়ে পরামর্শ দেওয়া এবং প্রয়োজনে আপগ্রেডের সুপারিশ করা।

যোগ্যতা

১ থেকে ২ বছরের পূর্ব অভিজ্ঞতা।

ডিপ্লোমা/প্রাসঙ্গিক ডিগ্রি।

সমস্যা সমাধানের ক্ষমতা।

সাংগঠনিক কর্মক্ষমতা উন্নত করার ক্ষমতা, স্পষ্টভাবে কাজ ও দায়িত্ব পালন।

অপারেশনাল/প্রযুক্তিগত জ্ঞান।

প্রাসঙ্গিক রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা।

[বিশেষ দ্রষ্টব্য: চাকরির জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠান কারও কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে সতর্ক থাকার অনুরোধ রইল। চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করা অথবা যেকোনো ধরনের আর্থিক লেনদেনের দায় bdgen24.com-এর নয়।]

আরও দেখুন

বিদেশি কর্মীদের আকর্ষণীয় বেতন-প্রণোদনা কমাচ্ছে সৌদি আরব

বিদেশি কর্মীদের আকর্ষণীয় বেতন-প্রণোদনা কমাচ্ছে সৌদি আরব

তেলের কম দাম সরকারি অর্থায়নে চাপ বাড়িয়েছে এবং রাজস্বঘাটতি গভীর করেছে। আইএমএফের হিসাব অনুযায়ী, বাজেট ভারসাম্য বজায় রাখতে সৌদি আরবের তেলের দাম প্রায় ১০০ ডলারের কাছাকাছি থাকা প্রয়োজন।

১১ দিন আগে

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর

এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বৃদ্ধি পাবে এবং কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ অধিকতর সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে। এটি ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

০৭ অক্টোবর ২০২৫

আরব আমিরাতে ৪০০ বাংলাদেশি গাড়িচালকের চাকরির সুযোগ

আরব আমিরাতে ৪০০ বাংলাদেশি গাড়িচালকের চাকরির সুযোগ

৯, ১৪ ও ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে

২৮ আগস্ট ২০২৫

সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত

সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সরকারিভাবে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানা যায়।

২৪ আগস্ট ২০২৫