logo
মতামত

কবিতা: স্বচ্ছ জলাশয়

শরীফুল আলম
শরীফুল আলম০৬ নভেম্বর ২০২৫
Copied!
কবিতা: স্বচ্ছ জলাশয়
ছবি: এআই দিয়ে তৈরি

যার দিকেই তাকাই,

মনে হয় সে যেন অন্যজন

চেনাজানা অথচ অচেনা রঙ্গ,

চেনা শব্দ অথচ কোনো সাড়া নেই,

মনে হয় সে আছে, অথচ সে নেই।

সময় ঘুরে যায়, সময় বদলায়

নক্ষত্রও দেখা যায় নদীর তলে

রূপালী জোছনা ভিজে যায় হিম অন্ধকারে

জানালা ভেঙ্গে রোদ আসে, কেঁপে কেঁপে ভয়ে ভয়ে

ধীরে ধীরে গিলে খায় ঝাঁঝালো আলো,

ঝলমলে এমন দিনে কেবল তোমার কথাই মনে পড়ে

মনে পড়ে সেদিনের উজ্জ্বল রঙিন ফানুস

শিষ দিতে দিতে শেষ হয় রাত

যেন পারস্য রজনী,

উপমা কী দেব তার?

ইরোটিকা? না প্রিয়াঙ্কা?

না বাংলার রেসেপি?

আভিজাত্য যাই থাকুক

তাতে ছদ্মবেশী গাঢ় দুর্বলতা আছে

আছে নতুন সুখের গন্ধ

শিবের সাপ নাচানো খেলা,

সে মহামায়া নয়, মোহমায়া

নামেতেই শরীর গরম হয়

মনে হয় রক্তে রোদ ঢুকে যাচ্ছে

নিলয়ে ঢোকার এই তো সময়,

পুষ্টি শুষে নেবে? নিক

তবুও মন পুকুরে ফিসফিস তরঙ্গ।

শব্দেরা যেন উপশমে বসেছে আজ সংগোপনে

নিজস্ব বোঝাপড়ায় সবুজ সভ্যতা

নড়েচড়ে উঠেছে স্বচ্ছ জলাশয়

কত সোহাগী শব্দ ওড়াউড়ি করে

খোঁড়া খুঁড়ি করে শ্যামল ব্যাকুলতা

সারসের মতো সে যেন কিছু বলতে চায়।

*শরীফুল আলম: বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার করপোরেশন ইএসএ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। কলামিস্ট ও কবি। ইমেইল: [email protected]

আরও দেখুন

আমেরিকায় বাংলাদেশিদের ভবিষ্যৎ: কল্যাণমূলক সুবিধা বিতর্কে ভিসা সংকট

আমেরিকায় বাংলাদেশিদের ভবিষ্যৎ: কল্যাণমূলক সুবিধা বিতর্কে ভিসা সংকট

আমেরিকায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশ সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয়; এটি একটি জাতির ভাবমূর্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত।

৩ ঘণ্টা আগে

স্বাধীনতার স্বাদ, নিয়ন্ত্রণের শিকল: ৫ আগস্টের পর বাংলাদেশের গণমাধ্যম

স্বাধীনতার স্বাদ, নিয়ন্ত্রণের শিকল: ৫ আগস্টের পর বাংলাদেশের গণমাধ্যম

গণতন্ত্রের উত্তরণ মানে কেবল নির্বাচন বা ক্ষমতার রদবদল নয়। এর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং নাগরিকের জানার অধিকার। গণমাধ্যম যদি এই দায়িত্ব পূর্ণভাবে পালন করতে না পারে, তবে গণতন্ত্রও খোঁড়া হয়ে পড়ে।

১ দিন আগে

বিজ্ঞান, ক্ষমতা ও গণতন্ত্র: আমরা কোন পথে?

বিজ্ঞান, ক্ষমতা ও গণতন্ত্র: আমরা কোন পথে?

চীন গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তবু তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর। অন্যদিকে বহু দেশ গণতন্ত্রের নামে সংগ্রাম করেও স্বৈরাচারের ফাঁদে পড়ছে। এই বৈপরীত্য বোঝায়—গণতন্ত্র কোনো জাদু নয়, এটি একটি ব্যবস্থা। জবাবদিহি, নৈতিকতা ও শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্রও ক্ষমতা কেন্দ্রীভূত করতে পারে।

২ দিন আগে