logo
মতামত

কবিতা: মায়াবীর ছায়া

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড১৬ আগস্ট ২০২৫
Copied!
কবিতা: মায়াবীর ছায়া

একটা নামহীন স্রোত বয়ে যায়,

যেখানে তুমি আর আমি একই জলে মিলিনি কখনো।

তার উপস্থিতি—একটা নীরব শব্দ,

যা বুনো পাখির ডানার মতো হাওয়া কাটে মনে।

সে নেই কোনো মুখে, নেই কোনো শব্দে,

শুধু একটা ছায়া, যা কখনোই পূর্ণ হয় না।

তার মায়া হঠাৎ বৃষ্টির মতো এসে পড়ে,

তুমি ছাতাওয়ালা হলেও ভিজে যাও।

তার চোখের গভীরতা মানে জানো?

একটি বিশাল ভাঙা আয়না,

যার ভাঙা টুকরোগুলো আলোর মতো ছড়িয়ে পড়ে,

তুমি যা ধরতে চাও, তা চিরকাল ঢেলে গড়ায়।

সে যেমন কাছে, তেমনি দূরে—

একটু ছুঁয়ে দেখো, হাত থেকে ফসকে যায়,

তাই হয়তো তাকে বলা হয় মায়াবী,

যার অস্তিত্ব স্পর্শের বাইরে।

সে থাকে অনাবৃত এক ফাঁকা ঘরে,

যেখানে শব্দগুলো নিঃশব্দে পাড়ি দেয়,

আর তুমি ধীরে ধীরে বুঝতে পারো,

তার ভালোবাসা আসলে কোনো জায়গায় নয়,

একটা অনির্বচনীয় ফাঁক।

আরও দেখুন

আমেরিকায় বাংলাদেশিদের ভবিষ্যৎ: কল্যাণমূলক সুবিধা বিতর্কে ভিসা সংকট

আমেরিকায় বাংলাদেশিদের ভবিষ্যৎ: কল্যাণমূলক সুবিধা বিতর্কে ভিসা সংকট

আমেরিকায় বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশ সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয়; এটি একটি জাতির ভাবমূর্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত।

৩ ঘণ্টা আগে

স্বাধীনতার স্বাদ, নিয়ন্ত্রণের শিকল: ৫ আগস্টের পর বাংলাদেশের গণমাধ্যম

স্বাধীনতার স্বাদ, নিয়ন্ত্রণের শিকল: ৫ আগস্টের পর বাংলাদেশের গণমাধ্যম

গণতন্ত্রের উত্তরণ মানে কেবল নির্বাচন বা ক্ষমতার রদবদল নয়। এর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং নাগরিকের জানার অধিকার। গণমাধ্যম যদি এই দায়িত্ব পূর্ণভাবে পালন করতে না পারে, তবে গণতন্ত্রও খোঁড়া হয়ে পড়ে।

১ দিন আগে

বিজ্ঞান, ক্ষমতা ও গণতন্ত্র: আমরা কোন পথে?

বিজ্ঞান, ক্ষমতা ও গণতন্ত্র: আমরা কোন পথে?

চীন গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তবু তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রসর। অন্যদিকে বহু দেশ গণতন্ত্রের নামে সংগ্রাম করেও স্বৈরাচারের ফাঁদে পড়ছে। এই বৈপরীত্য বোঝায়—গণতন্ত্র কোনো জাদু নয়, এটি একটি ব্যবস্থা। জবাবদিহি, নৈতিকতা ও শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্রও ক্ষমতা কেন্দ্রীভূত করতে পারে।

২ দিন আগে