
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

কবিতা: লাল গোলাপে ভালোবাসা
এই যে,
এটা আবার কেমন কথা,
ভালোবাসার একটাই দিন
ভ্যালেন্টাইনের সুতোয় গাঁথা।
সেই কি,
কেন আঁকো সরলরেখা
এতই সহজ একটা দিনে
ভালোবাসার ছবি আঁকা।
সত্যি কি,
লাল গোলাপে, ভালোবাসা?
বিঁধলে কাটা এক নিমেষে
হয় কেন সব নিরাশা।
বৃন্দাবনে,
যায় কি সবাই হতে রাধা বা রমন
শিরি ফরহাদ লাইলি মজনু
জুলিয়েটের রোমিও মন।
হবে যদি,
সরল বধূ সাজে কেন পার্বতী?
চুনীলাল চন্দ্রমুখী
দেবদাসের এ পরিণতি।
তাই বলি,
ভালোবাসার হয় না দিন
প্রতিক্ষলই ভালোবাসা
প্রেম সোহাগে বাড়ুক ঋণ।

কবিতা: লাল গোলাপে ভালোবাসা
এই যে,
এটা আবার কেমন কথা,
ভালোবাসার একটাই দিন
ভ্যালেন্টাইনের সুতোয় গাঁথা।
সেই কি,
কেন আঁকো সরলরেখা
এতই সহজ একটা দিনে
ভালোবাসার ছবি আঁকা।
সত্যি কি,
লাল গোলাপে, ভালোবাসা?
বিঁধলে কাটা এক নিমেষে
হয় কেন সব নিরাশা।
বৃন্দাবনে,
যায় কি সবাই হতে রাধা বা রমন
শিরি ফরহাদ লাইলি মজনু
জুলিয়েটের রোমিও মন।
হবে যদি,
সরল বধূ সাজে কেন পার্বতী?
চুনীলাল চন্দ্রমুখী
দেবদাসের এ পরিণতি।
তাই বলি,
ভালোবাসার হয় না দিন
প্রতিক্ষলই ভালোবাসা
প্রেম সোহাগে বাড়ুক ঋণ।
আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।