
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড

বৃষ্টির শব্দে ভিজে যায় ঘরের নীরবতা,
জানলার কাচে আছড়ে পড়ে শত রূপকথা।
জলের রেখা আঁকে উলটো-পালটা সময়,
মনে হয় যেন—কে যেন ডাকছে খুব কায়মনোবায়।
কাচের ওপারে অস্পষ্ট শহর,
আলোর ভেতরেও একরাশ অন্ধকার জমে।
পিছলে যাওয়া ফোঁটাগুলো যেন চিঠি,
যা কোনোদিন পাঠানো হয়নি, শুধু লেখা হয়েছিল জমে জমে।
একটা ফোঁটা থেমে যায়, একটু থামে,
তারপর ঝরে পড়ে—ঠিক যেমন
কোনো সিদ্ধান্ত দীর্ঘশ্বাসে বদলায়,
আর কিছু কথা মুখে আসার আগেই অচেনা হয়ে যায়।
ঘরের ভেতর আমি, একা, একটানা,
বাইরে শুধু বৃষ্টি, আর জানলার কাচে তার ছন্দবদ্ধ আঘাত।
জানলার এই কাচটাই যেন জীবন,
যার এপারে আমি, ওপারে আমার ফেলে আসা দিন।
সহিদুল আলম স্বপন: সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি ব্যাংকিং আর্থিক অপরাধ বিশেষজ্ঞ ও কলামিস্ট

বৃষ্টির শব্দে ভিজে যায় ঘরের নীরবতা,
জানলার কাচে আছড়ে পড়ে শত রূপকথা।
জলের রেখা আঁকে উলটো-পালটা সময়,
মনে হয় যেন—কে যেন ডাকছে খুব কায়মনোবায়।
কাচের ওপারে অস্পষ্ট শহর,
আলোর ভেতরেও একরাশ অন্ধকার জমে।
পিছলে যাওয়া ফোঁটাগুলো যেন চিঠি,
যা কোনোদিন পাঠানো হয়নি, শুধু লেখা হয়েছিল জমে জমে।
একটা ফোঁটা থেমে যায়, একটু থামে,
তারপর ঝরে পড়ে—ঠিক যেমন
কোনো সিদ্ধান্ত দীর্ঘশ্বাসে বদলায়,
আর কিছু কথা মুখে আসার আগেই অচেনা হয়ে যায়।
ঘরের ভেতর আমি, একা, একটানা,
বাইরে শুধু বৃষ্টি, আর জানলার কাচে তার ছন্দবদ্ধ আঘাত।
জানলার এই কাচটাই যেন জীবন,
যার এপারে আমি, ওপারে আমার ফেলে আসা দিন।
সহিদুল আলম স্বপন: সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি ব্যাংকিং আর্থিক অপরাধ বিশেষজ্ঞ ও কলামিস্ট
আজ রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বিকেল ৩ টা ১৫ মিনিট থেকে প্রবাসী ভোটারদের নিবন্ধন আবার চালু করা হয়েছে।
ভুক্তভোগীদের অনেক ক্ষেত্রে গ্যারান্টিযুক্ত ভিসা, যোগ্যতা ছাড়াই চাকরি বা অতিরিক্ত ফির বিনিময়ে দ্রুত প্রক্রিয়াকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। বাস্তবে তারা পায় আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সবচেয়ে খারাপ অবস্থায় পাচার ও শোষণের শিকার হয়।
অ্যাপ চালুর পর গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত এসব অঞ্চলের বিভিন্ন দেশে বসবাস করা ১৭ হাজার ৯০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩৫৫ জন। নারী ১ হাজার ৫৫২ জন।